কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা গ্রামে নিখোঁজের এক দিন পর মরিয়ম আক্তার (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মরিয়ম ওই গ্রামের উত্তরপাড়ার মাংস বিক্রেতা বাবুল মিয়ার মেয়ে। বৃহস্পতিবার বাড়ি থেকে নিখোঁজ হন শিশু মরিয়ম। শুক্রবার বাড়ির পাশের পরিত্যক্ত ডোবা থেকে তার মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা।
মরিয়মের পরিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে মরিয়ম অন্য শিশুদের সাথে খেলতে গিয়ে নিখোঁজ হয়।
তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে রাতে নাঙ্গলকোট থানায় সাধারণ ডায়েরি করে। শুক্রবার বাড়ির পাশে পরিত্যক্ত ডোবায় মরিয়মের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা।
খবর পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। নাঙ্গলকোট থানার ওসি মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ভোরের আকাশ/নি