খুলনার দাকোপে পৃথক বজ্রপাতে ৩ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহতরা হলেন তিলডাঙ্গা ইউনিয়নে ৩নং ওয়ার্ডের কাকড়া বুনিয়া গ্রামের মৃত আব্দুল ছাত্তার শেখের ছেলে আজিজুল শেখ (৬২), সুতারখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কালাবগী গ্রামের কৃষ্ণ মন্ডলের ছেলে সুজিত মন্ডল এবং পাইকগাছার খোরশেদ শেখ (৬০)।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সুজিত মন্ডলসহ ৪ থেকে ৫ জন কালাবগী নদীতে জাল পেতে অপেক্ষা করছিল। সকাল সাড়ে ১০টায় হঠাৎ বজ্রপাতে সুজিত মন্ডলের মৃত্যু হয়।
এ সময় আহত হন একই এলাকার মৃত মোমিন গাজীর ছেলে আনিস গাজী, ইসমাইল, রিপন বৈদ্য, শাহারিয়া বেগম নামে মৎস্যজীবীরা। আহতদের স্থানীয় ডাক্তারের কাছে প্রাথমিক চিকিৎসা চলছে বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়।
এদিকে পাইকগাছা এলাকার খোরশেদ আলম শেখ বাঁশ বিক্রি করার জন্য বটবুনিয়া নদীতে বাঁশের নৌকা নিয়ে অবস্থান করছিল। এমন সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাতের ঘটনায় সে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার সময় পথিমধ্যে তিনি মৃত্যুবরণ করেন।
তিলডাঙ্গা ইউপি চেয়ারম্যান জালাল উদ্দীন গাজী বলেন, কাকড়া বুনিয়ায় আজিজুল শেখসহ ৩ থেকে ৪ জন একসঙ্গে মাছের ঘেরের রাস্তায় মাটির কাজ করছিল। সকাল ৭টার দিকে হঠাৎ বজ্রপাতে তিনি মৃত্যুবরণ করেন। তবে অন্যদের কোনো সমস্যা হয়নি। দাকোপ থানার ওসি উজ্জল কুমার দও বজ্রপাতে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দাকোপ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পাপিয়া সুলতানা বলেন, সকালে দাকোপের পৃথক তিনটি স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যুর সংবাদ পেয়েছি।
ভোরের আকাশ/নি