চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরামের ফল উৎসব অনুষ্ঠিত।
রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় আবদুস সালাম হলে এই উৎসব অনুষ্ঠিত হয়। ফল উৎসবে চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ ছাড়াও অন্যান্য বিভাগের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই উৎসবে আম, জাম, কলা, লিচু, কাঁঠাল, তালের শাঁস, আনারস,পেঁয়ারা,লটকনসহ ছিল নানা পদের মৌসুমি ফল ছিল।
এ সময় একক সংগীত পরিবেশন করেন গজল সংগীত শিল্পী জামাল হাসান। চট্টগ্রামের আঞ্চলিক গান পরিবেশন করেন সংগীত শিল্পী নাছরিন আকতার মিম।
ফল উৎসবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ফোরামের সভাপতি শাহীন উল ইসলাম চৌধুরী, সাধারন সম্পাদক আইয়ুব ভূঁইয়া, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূইয়া, প্রেসক্লাবের সাবেক সহ- সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি(একাংশ) কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক আকতার হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক খায়রুল আলম, জাতীয় প্রেসক্লাবের সহ - সম্পাদক আশরাফ আলী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, সাংবাদিক নেতা শিবুকান্তি দাশ প্রমুখ।
ভোরের আকাশ/নি