logo
আপডেট : ১৮ জুন, ২০২৩ ২৩:২০
এলজিইডি'র কর্মচারীদের চাকুরী রাজস্ব খাতে স্থানাস্তরের দাবি
নিজস্ব প্রতিবেদক

এলজিইডি'র কর্মচারীদের চাকুরী রাজস্ব খাতে স্থানাস্তরের দাবি

এলজিইডি'র আওতায় রাজস্ব খাতে জাতীয়করণের জন্য সুপ্রিম কোর্টের রায়প্রাপ্ত কর্মচারীদের চাকুরী রাজস্ব খাতে স্থানাস্তরের দাবি জানিয়েছেন কর্মচারী ঐক্য পরিষদ।

 

শনিবার রাজধানীর শেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান এলজিইডি কর্মচারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

 

এতে বক্তব্য রাখেন, আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক এ.এস বাহার।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দুই দফা দাবী তুলে ধরেন তারা। এতে বলা হয়, আদালতের রায়ের ৭৫০২ জন এলজিইডির কর্মকর্তা-কর্মচারী একই ধরণের রায় প্রাপ্ত হন। তার মধ্যে থেকে অর্ধেক অংশ এলজিইডি চাকুরী জাতীয়করণ ও সরকারীকরণ করে নিয়েছেন। অবশিষ্ট অংশ উনারা বাস্তবায়ন না করে আমাদের সাথে বিগত ১০ বৎসর যাবত বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনে আশ্বাস, এমনকি লিখিত আকারে আমাদের চাকুরী পদ শূন্য স্বাপেক্ষে জাতীয়করণ ও সরকারীকরণ করে নিবেন মর্মে আশ্বাস দেন। অথচ আদালতের রায় বাস্তবায়ন না করে নিজের ইচ্ছামত নিয়োগ দিচ্ছেন।

 

আদালতের সিদ্ধান্ত মেনে নিয়ে সার্কুলারের সমস্ত কার্যক্রম বন্ধ করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

 

ভোরের আকাশ/আসা