logo
আপডেট : ২০ জুন, ২০২৩ ১৭:২১
১৮ বছর পর গ্রেপ্তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রহিমা
কিশোরগঞ্জ প্রতিনিধি

১৮ বছর পর গ্রেপ্তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রহিমা

দীর্ঘ ১৮ বছর পলাতক থাকার পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রহিমা বেগমকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার কিশোরগঞ্জের ভৈরবের লক্ষীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রহিমা চট্টগ্রামের জোরারগঞ্জ থানাধীন মরগাং গ্রামের নুর মোহাম্মদের স্ত্রী। তিনি ছদ্মনামে কিশোরগঞ্জে বসবাস করে আসছিলেন।

 

মঙ্গলবার বিকেল ৩টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৭।

 

র‌্যাব জানায়, ২০০৫ সালের ৫ নভেম্বর চট্টগ্রামের মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে আবুল কালাম ওরফে সাহেব মিয়াকে বটি ও দা দিয়ে কুপিয়ে হত্যা করেন তার আপন ভাই নুর মোহাম্মদ ও তার স্ত্রী রহিমা বেগম। হত্যার পর তারা মরদেহ পুকুরে ফেলে দেন।

 

এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে মীরসরাই থানায় হত্যা মামলা করেন। ওই মামলার পর আত্মগোপনে চলে যান রহিমা বেগম। এরপর তার অনুপস্থিতিতে মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দেন আদালত।

 

পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রহিমা বেগমের অবস্থান শনাক্ত করে সোমবার তাকে গ্রেপ্তার করা হয়।

 

ভোরের আকাশ/নি