logo
আপডেট : ২০ জুন, ২০২৩ ১৭:৪০
মৃত্যুহীন দিনে করোনায় শনাক্ত ১২৫ জন
নিজস্ব প্রতিবেদক

মৃত্যুহীন দিনে করোনায় শনাক্ত ১২৫ জন

থেমে যায়নি করোনা ভাইরাসের সংক্রমণ। কয়েক মাস আগে দৈনিক শনাক্তকৃত করোনা রোগীর সংখ্যা শূন্যের কোঠায় চলে গিয়েছিল। মৃত্যুর ঘটনা না থাকলেও বাড়ছে শনাক্তের হার।

 

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা নেই। তবে নতুন করে শনাক্ত হয়েছে ১২৫ জন। দেশে এপর্যন্ত শনাক্তকৃত করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪১ হাজার ৭৪৮ জন।

 

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় ১৯৮ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ সাত হাজার ৬৫০ জন।

 

সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৫টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে এক হাজার ৭৮৯টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক হাজার ৭৭৭টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫৪ লাখ ৫৯ হাজার ৭১টি।

 

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার সাত দশমিক শূন্য তিন শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৩৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় তিনজন আইসোলেশনে এসেছেন এবং আইসোলেশন থেকে কেউ ছাড়পত্র পায়নি। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন চার লাখ ৫২ হাজার ৪১৬ জন এবং আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ২৩ হাজার ১৮১ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৯ হাজার ২৩৫ জন।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

 

ভোরের আকাশ/নি