নিত্য ভোরে,
আমি যখন জীবন ধারণের রসদের জন্য বের হই
তোমরা তখন দল বেঁধে কী আমোদে মর্নিং ওয়ার্ক কর-
বড্ড ভালে লাগে, ইস !
আমি যদি অমনি গা ভাসিয়ে
শরীর বাঁচাতে পারতাম কিন্তু তাতো আর হবার নয়
ভুল তিথীতে জন্ম যে কারো কারো ।
আবার একই বাসে আমি যখন অফিসে ছুটি
তোমরা তখন কলেজের উদ্দেশ্যে পেছনের সিটে বসে ভালোবাসার মন্ত্র পড়-
আহা এই সাতসকালে কি নির্লজ্জতা !!
বুড়োগুলোও দু-একবার চোখ ঘুরিয়ে দেখে নেয় তাদের যৌবন ।
রাতে ফিরতি বাসে সারাদিনের কর্মক্লান্তির পর
ঘামে নাওয়া শরীর চুপচাপ ঘুমে ঢুলুঢুলু,
আর তোমরা বের হয়েছে গ্রীষ্মের সাজে
আকাশের মত রং বদলের খেলায়।
জীবনের খেলা এমনিই বুঝি কাঁদে
নিশ্চুপ কোন অন্ধকারে
হা-হুতাশ সুরে বুকের প্রকোষ্ঠে !!