logo
আপডেট : ২৫ জুন, ২০২৩ ১৪:৩৭
ট্রেনে কাটা পড়ে যুবকের পা বিচ্ছিন্ন
ঝিনাইদহ প্রতিনিধি

ট্রেনে কাটা পড়ে যুবকের পা বিচ্ছিন্ন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাঁঠালিয়া সুন্দরপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে ইউসুফ আলী নামে এক যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

 

রোববার সকালবেলা এ ঘটনা ঘটে। আহত ইউসুফ আলী বরিশাল এলাকার নুরুল ইসলামের ছেলে। তবে তিনি কী কারণে ওই এলাকায় গিয়েছিলেন, সেটি জানা যায়নি।

 

কালীগঞ্জ ফায়ার ও সিভিল ডিফেন্স সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, ভোর সাড়ে ৫টায় ৯৯৯ থেকে ফোন পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উপজেলার কাঁঠালিয়া সুন্দরপুর এলাকার ট্রেন লাইনের পাশ থেকে দুই পা বিচ্ছিন্ন এক ব্যক্তিকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

 

কালীগঞ্জ মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশনমাস্টার শোভন রায় জানান, এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। তিনি কিছুই জানেন না।

 

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাজহারুল ইসলাম জানান, ভোরের দিকে দুই পা বিচ্ছিন্ন এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তার অবস্থা সংকটাপন্ন। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

 

ভোরের আকাশ/নি