logo
আপডেট : ১ জুলাই, ২০২৩ ১৫:২৬
কাঁচামরিচের দাম বৃদ্ধিতে বিপাকে ক্রেতা
ফরিদপুর প্রতিনিধি

কাঁচামরিচের দাম বৃদ্ধিতে বিপাকে ক্রেতা

ফরিদপুরে দাম বাড়ছে কাঁচামরিচের। শনিবার শহরের হাজী শরীয়তুল্লাহ বাজারে পরিদর্শনকালে দেখা যায়, ফরিদপুরে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। বিশেষ করে আড়তে ৫৬০ থেকে ৬৫০ টাকার মধ্যে প্রতি কেজি মরিচ বিক্রি হলেও বাইরে বিক্রি হচ্ছে ৭০০-৭৫০ টাকায়।

 

ব্যবসায়ীরা জানান, কয়েকদিন তীব্র দাবদাহের কারণে বেশিরভাগ মরিচ ক্ষেতের ক্ষতি হয়েছে। এ ছাড়া বেশ কয়েকদিন যাবত বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ায় বৃষ্টির পানি জমে যাবার কারণে মরিচ গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। যে কারণে কাক্সিক্ষত মরিচ সংগ্রহ করা যাচ্ছে না।

 

বিক্রেতারা আরো জানান, ফরিদপুর কেষ্টপুরের মরিচ ছাড়া এই মুহূর্তে তেমন কোনো মরিচ এসে পৌঁছায়নি। ফলে ওই কাঁচামরিচগুলো বেশি দামে কিনতে হচ্ছে। তবে কবে নাগাদ এই সমস্যা মিটবে এ ব্যাপারে তারা কিছু বলতে পারেনি।

 

এদিকে মরিচের অব্যাহত দাম বৃদ্ধিতে সাধারণ ক্রেতারা পড়েছে বিপাকে। বিকল্প হিসেবে শুকনা মরিচের দিকে ঝুঁকে পড়েছেন অনেকে। অনেককেই ৫০ গ্রাম বা ১০০ গ্রাম কাঁচামরিচ কিনতে দেখা গেছে।

 

ভোরের আকাশ/নি