logo
আপডেট : ৯ জুলাই, ২০২৩ ১৬:৩৬
মুক্তাগাছায় প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, গ্রেপ্তার ৩
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি

মুক্তাগাছায় প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, গ্রেপ্তার ৩

ময়মনসিংহের মুক্তাগাছায় প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার দুল্লা ইউনিয়ন পরিষদের গত নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন একই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মোজাম্মেল হোসেন।

 

তিনি জানান, পারিবারিক কলহ আর নির্বাচনী প্রতিহিংসায় গত ৫ জুলাই সকাল ১০টায় প্রকাশ্যে একই গ্রামের আব্দুল খালেক হেলুর নেতৃত্বে ১০-১২ জনের একটি দল রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তা গতিরোধ করে তার ওপর অতর্কিত হামলা চালায়। তাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। এ ঘটনায় চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক বাদী হয়ে মুক্তাগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে ৩ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান পুলিশ।

 

ভোরের আকাশ/মি