logo
আপডেট : ১২ জুলাই, ২০২৩ ১৩:১৯
ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে ক্যাথল্যাবে ১০০ এর বেশি এঞ্জিওগ্রাম ও এঞ্জিওপ্লাষ্টি সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে ক্যাথল্যাবে ১০০ এর বেশি এঞ্জিওগ্রাম ও এঞ্জিওপ্লাষ্টি সম্পন্ন

বৃহত্তর ময়মনসিংহ বিভাগের প্রায় ১৩ লক্ষ মানুষের চিকিৎসা সেবার আশা ভরসাস্থল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। বাংলাদেশে হৃদরোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে, সকল ধরনের মৃত্যুর কারনের মধ্যে হার্ট এটাক প্রধানতম কারন। হার্ট এটাকে প্রতি মুহুর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, চিকিৎসা শুরু করতে দেরী করাতে প্রচুর মানুষের দুর্ভাগ্যজনক ভাবে মৃত্যু ঘটে অথবা হার্ট ফেইলিউর নিয়ে ভুগে।

 

ময়মনসিংহ মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগ এই বিভাগের হৃদরোগীদের সেবা দিয়ে আসছে। হার্ট এটাকের অন্যতম কারন হলো হার্টের রক্তনালীর ব্লক। এই ব্লক নিরুপনে এঞ্জিওগ্রামের বিকল্প নেই। ময়মনসিংহ মেডিকেল কলেজে ক্যাথল্যাব প্রতিষ্ঠা হয় ২০১৯ সালে। কিন্তু কোভিড ও দক্ষ জনশক্তির অভাবে কাজ শুরু করা যায় নি।

 

২০২১ সালে হৃদরোগ বিশেষজ্ঞ মানবিক চিকিৎসক জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউট হাসপাতাল, ঢাকার সহযোগী অধ্যাপক ডাঃ মহসীন আহমদের প্রত্যক্ষ সহযোগিতায় ক্যাথল্যাবে কাজ শুরু হয়। ডা: মহসীন আহমদ ও তার টীম ঢাকা থেকে এসে আজ ১১ ই জুলাই পর্যন্ত ১০৭ টি এঞ্জিওগ্রাম ও এঞ্জিওপ্লাষ্টি কোনোরকম জটিলতা ছাড়া সাফল্যজনক ভাবে সম্পন্ন করেছে।

 

ডা: মহসীন জানান যে তিনি আজ অনেক খুশী, কারন প্রথমদিকে তার টীম এঞ্জিওগ্রাম ও এঞ্জিওপ্লাষ্টি করলেও এখন ময়মনসিংহের হৃদরোগ বিশেষজ্ঞরাই সব কাজ সুন্দরভাবে করতে পারছে। শুধুমাত্র সমস্যা হলো ক্যাথল্যাব টেকশিয়ানের অভাব। ক্যাথল্যাবের কাজ হলো একটা টীম ওয়ার্ক। চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানের সমন্বয়ে সাফল্যজনক ভাবে কাজ করা সম্ভব। কিন্তু তাকে ঢাকা থেকে টেকনিশিয়ান এনে কাজ করতে হয়।

 

শুধুমাত্র ২ জন ক্যাথল্যাব টেকশিয়ান নিয়োগ দিলে ময়মনসিংহ মেডিকেলের হৃদরোগ বিশেষজ্ঞগণ ময়মনসিংহ বিভাগের মানুষের জন্য আধুনিক এই চিকিৎসা নিজেরাই দিতে পারবে। ডা: মহসীন আহমদ তার সহযোগী চিকিৎসক ডা: আরিফুর রহমান সজল, ডা: শরীফুল ইসলাম রতন, ডা : সাইদুর রহমান রুমি, ডা: কুদরত ই খুদা বাবু, ডা: মতিউর রহমান, ডা : আমিনুর রাজ্জাক এবং ক্যাথল্যাব টেকশিয়ান মামুন আজাদকে এই মানবিক কাজে সহযোগীতার জন্য ধন্যবাদ জানান।

 

ডা: মহসীন আহমদ ও তার টীমকে ধন্যবাদ জানিয়ে বিভাগীয় প্রধান ডা: গোবিন্দ কান্তি পাল বলেন, ময়মনসিংহ বাসীর স্বপ্নে ক্যাথল্যাব আজ সেঞ্চুরির মুখ দেখেছে। টেকশিয়ান নিয়োগ দিলে প্রতিদিন এই চিকিৎসা অব্যাহত থাকবে এবং এই বিভাগের মানুষের হৃদরোগের চিকিৎসার ঢাকায় কিংবা বিদেশ যেতে হবে না।

 

ভোরের আকাশ/নি