logo
আপডেট : ১৩ জুলাই, ২০২৩ ১০:৩০
বৃষ্টি হলেই ডুবে যায় স্কুলের মাঠ, ব্যাহত শিক্ষা কার্যক্রম
জয়পুরহাট প্রতিনিধি

বৃষ্টি হলেই ডুবে যায় স্কুলের মাঠ, ব্যাহত শিক্ষা কার্যক্রম

পাঁচবিবি উপজেলার শালাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হাঁটুপানি

বৃষ্টি হলেই ডুবে যায় বিদ্যালয়ের মাঠ। হাঁটু পরিমাণ পানি জমে মাঠে। অনেক সময় পানিতে পড়ে শিক্ষার্থীদের বই-খাতা ও পোশাক নষ্ট হয়। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বেশ কয়েক বছর ধরেই এ অবস্থা চলছে পাঁচবিবি উপজেলার শালাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শালাইপুর উচ্চ বিদ্যালয়ে। দীর্ঘদিনের এ সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও সুফল মেলেনি।

 

ডোবা-নালা ভরে বাড়িঘর নির্মাণ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়সহ আশপাশ তলিয়ে যায়। মাঠে হাঁটুপানি জমে থাকে। অনেক সময় শিক্ষার্থীরা কাদা-পানি ভরা পিচ্ছিল রাস্তায় পড়ে যায়। আবার পানি টান দিলে ঘাস পচে দুর্গন্ধ ছড়ায়। পাঠদান কার্যক্রম ব্যাহত হয়।

 

বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, শ্রেণিকক্ষে পানি ঢুকেছে। সামান্য উঁচু হওয়ায় রক্ষা পেয়েছে অফিসকক্ষ। হাঁটুপানি পেরিয়ে আসা শিক্ষার্থীদের পাঠদান চলছে সেখানে। তবে অনেক শিক্ষার্থী আসেনি। বছরের পর বছর এ অবস্থা চলতে থাকায় শিক্ষার্থীরা বিদ্যালয়বিমুখ হয়ে পড়ছে।

 

শালাইপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর মন্ডল বলেন, পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা নেই। সামান্য বৃষ্টি হলে মাঠে পানি বেড়ে যায়। শ্রেণিকক্ষে পানি ঢোকে। পানি বেশি হলে বাধ্য হয়েই ছুটি দেয়া হয়। এ ছাড়া বর্ষা মৌসুমে শিক্ষার্থীরা নিজ থেকেই বিদ্যালয়ে যাতায়াত ছেড়ে দেয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েও কাজ হয়নি।

 

কথা হলে শিক্ষার্থীরা জানায়, মাঠে পানি জমে থাকায় জাতীয় সংগীত, পিটি, প্যারেড ও খেলাধুলা একেবারেই বন্ধ রয়েছে। শ্রেণি কক্ষে আসা-যাওয়াও সমস্যা হয়। শরীরে কাদা লাগে, বই-খাতা ভিজে নষ্ট হয়ে যায়। এ কারণে অনেকেই আসে না।

 

শালাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা সুলতানা বলেন, ‘সামান্য বৃষ্টিতেই শ্রেণিকক্ষে পানি ঢুকছে। অনেক সময় মেঝেতে পানি নিয়েই পাঠদান করাতে হচ্ছে। অফিস কক্ষ সামান্য উঁচু হওয়ায় এখানে ক্লাস নিচ্ছি। শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাচ্ছে। সংশিষ্ট কর্তৃপক্ষকে অবগত করেছি; সুফল মেলেনি।’

 

পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা বলেন, গত মাসে যোগদান করেছি। দ্রুত বিদ্যালয় মাঠের পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।

 

ভোরের আকাশ/নি