ঢাকা জেলার ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ডাউটিয়া আঞ্চলিক সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী।
গত সপ্তাহে হঠাৎ করে তিন-চার দিনের বৃষ্টিতে আঞ্চলিক রাস্তার অবস্থা খুবই ভয়াবহ রূপে দাঁড়িয়েছে। রাস্তার কয়েকটি স্থান ভেঙে গেছে। এখন পর্যন্ত সেগুলো মেরামতের কোনো উদ্যোগ নেয়া হয়নি বলে জানা গেছে।
এলাকার লোকজন বলেন, বৃষ্টির পর থেকেই মৃত হাজী আব্দুল মান্নানের বাড়ির সামনে এমনভাবে ভেঙে গেছে যে, ওখান দিয়ে এখন রিকশা, ভ্যান, মোটরসাইকেল ও ছোট-বড় গাড়ি চলাচল করতে সমস্যা হচ্ছে, বিশেষ করে রাতের বেলায় কেউ যদি আসে তাহলে বড় ধরনের বিপদ হতে পারে। আমরা এলাকাবাসী চাই, বড় দুর্ঘটনার আগেই যেন রাস্তাটি অতি দ্রুত মেরামত করা হয়।
এ বিষয়ে ৭নং ওয়ার্ড মেম্বার আব্দুল মালেকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে এ বিষয়ে ধামরাই উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সোমভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আওলাদ হোসেন বলেন, আমি রাস্তাটি দেখেছি। অতি দ্রুত রাস্তাটি মেরামতের ব্যবস্থা করব।
ভোরের আকাশ/নি