logo
আপডেট : ১৫ জুলাই, ২০২৩ ২০:২৬
দুই চিকিৎসক গ্রেপ্তারের প্রতিবাদে ২ দিন চেম্বার-অপারেশন বন্ধ
নিজস্ব প্রতিবেদক

দুই চিকিৎসক গ্রেপ্তারের প্রতিবাদে ২ দিন চেম্বার-অপারেশন বন্ধ

সেন্ট্রাল হাসপাতালে প্রসূতি এবং নবজাতক মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসক গ্রেপ্তার করার প্রতিবাদে ২ দিন চেম্বার ও অপারেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে অবস্ট্রিক্যাল অ্যান্ড গাইনিকোলজিকাল সোসাইটি বাংলাদেশ (ওজিএসবি)। আগামী ১৭ জুলাই সোমবার এবং ১৮ জুলাই মঙ্গলবার সারাদেশে প্রাইভেট চেম্বার ও অপারেশন বন্ধ থাকবে।

 

শনিবার (১৫ জুলাই) ওজিএসবির প্রেসিডেন্ট অধ্যাপক ফারহানা দেওয়ান ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. সালমা রউফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তি তারা জানান, ওজিএসবি আজ (শনিবার) দুপুর ১টায় চিকিৎসকদের সব সোসাইটির নেতারা এবং বিএমএর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সেন্ট্রাল হাসপাতালের ঘটনায় দুইজন চিকিৎসককে গ্রেপ্তারেরর প্রতিবাদে নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হয়।

 

আগামী ১৬ জুলাই প্রতিটি মেডিকেল কলেজ, জেলা, উপজেলা এবং প্রাইভেট হাসপাতালে দুপুর ১২-১টা মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। ১৭ ও ১৮ জুলাই সবার প্রাইভেট চেম্বার এবং প্রাইভেট অপারেশন বন্ধ থাকবে। আগামী ১৮ জুলাই আবারও বিএমএর সঙ্গে বসে পরবর্তী আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

 

রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ নবজাতক ও প্রসূতির মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হন চিকিৎসক ডা. শাহজাদী ও ডা. মুনা। পরে তারা আদালতে জবানবন্দী দেন।

 

ঘটনার পর এই সংগঠন বেশ কয়েকদিন নিবর ছিলো চিকিৎসকদের এই সংগঠন। পরে নিন্দা জানিয়ে বিবৃতি দেন এবং সম্প্রতি শহীদ মিনারে মুক্তির দাবিতে কর্মসূচি পালন করে ওজিএসবি।

 

ভোরের আকাশ/আসা