logo
আপডেট : ১৭ জুলাই, ২০২৩ ১৫:১৮
গাইবান্ধায় ভটভটি উল্টে ব্যবসায়ী নিহত
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় ভটভটি উল্টে ব্যবসায়ী নিহত

গাইবান্ধার সাদুল্লাপুর থেকে গরু নিয়ে হাটে যাওয়ার পথে শ্যালোমেশিন চালিত ভটভটি উল্টে তছির উদ্দিন (৬০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাস্থলে মারা গেছে একটি গরু। এসময় গাড়িটির চালকসহ আরো ৩ জন আহত হয়েছেন।

 

সোমবার ভোরবেলায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তছির উদ্দিনের।

 

বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল কালাম আজাদ। তছির উদ্দিন সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের পাতিল্যাকুড়া গ্রামের কছিম উদ্দিনের ছেলে। তিনি একজন গরু ব্যবসায়ী।

 

অপর আহতরা হলেন- চালক আব্দুস ছালাম, ব্যবসায়ী মুকুল ইসলাম ও একরামুল ইসলাম।

 

স্থানীয়রা জানান, রোববার সকালে জামালপুরের এনায়েতপুর থেকে একটি শ্যালোমেশিন চালিত ভটভটি ভর্তি করে একাধিক গরু নিয়ে শঠিবাড়ী হাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পীরগঞ্জের পানবাজার এলাকার পশ্চিম পাশে ব্রিজ সংলগ্ন স্থানে গাড়িটি চাকা ফেটে উল্টে যায়।

 

এসময় গাড়ির নিচে পড়ে এক গরু মারা গেছে। চালকসহ ৪ ব্যবসায়ী গুরুতর আহত হন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তছির উদ্দিন।

 

ইউপি সদস্য আবুল কালাম আজাদ বলেন, ওই স্থানে সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী তছির উদ্দিন নামের একজন মারা গেছে। সোমবার তার লাশ দাফন করা হয়।

 

ভোরের আকাশ/নি