logo
আপডেট : ১৭ জুলাই, ২০২৩ ১৭:৫৬
পরিবেশ অধিদপ্তরের মহতী উদ্যোগ
শব্দদূষণ নিয়ন্ত্রণে বিয়াম মডেল স্কুল এন্ড কলেজে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক

শব্দদূষণ নিয়ন্ত্রণে বিয়াম মডেল স্কুল এন্ড কলেজে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়নাধীন “শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প” এর আয়োজনে রাজধানীর বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ অুনষ্ঠিত হয়েছে।বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়াম ফাউন্ডেশনের পরিচালক (শিক্ষা) মুহম্মদ হিরুজ্জামান, এনডিসি, (যুগ্মসচিব)।

 

শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ফজলে এলাহীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ সাজ্জাদুর রহমান।

 

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাহানা হক এবং বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ নূরে দীবা। প্রশিক্ষণের মূল প্রবন্ধ পাওয়ার পয়েন্টে উপস্থাপক করেন প্রকল্পের ট্রেনিং এন্ড ক্যাম্পেইন স্পেশালিষ্ট গাজী মহিবুর রহমান। শব্দদূষণ কিভাবে শিক্ষার্থীদের উপর নেতিবাচক প্রভাব ফেলছে এ সংক্রান্ত একটি ভিডিও অনুষ্ঠানের প্রারম্ভে প্রদর্শন করা হয়। যা দেখে শিক্ষার্থীরা অনেক কিছু উপলব্ধি করতে পেরেছে।

 

শব্দদূষনের ফলে মানুষের নানাবিধ স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে উল্লেখ করে প্রধান অতিথি হিরুজ্জামান, এনডিসি (যুগ্মসচিব) বলেন, শব্দদূষণের কারণে বর্তমানে মানুষের শ্রবণশক্তি হ্রাস পাচ্ছে। বিভিন্ন দেশের উদাহরণ টেনে তিনি বলেন, বিদেশে যদি হর্ন ছাড়া গাড়ী চালানো যায় তবে আমাদের দেশেও সম্ভব। তবে এ ব্যপারে সবাইকে সচেতন হতে হবে এবং এগিয়ে আসতে হবে। একা সরকারের পক্ষে এই কাজ করা দূরহ।

 

শব্দদূষণের নানান ক্ষতিকর দিক উল্লেখ করে বক্তারা বলেন, শব্দদূষণ একটি নীরব ঘাতক। শব্দদূষণ নিয়ন্ত্রণের উপর সরকার গুরুত্বারোপ করেছে। সারাদেশে সংশ্লিষ্টদের সচেতন করার জন্য প্রকল্পের পক্ষ থেকে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শব্দদূষণ নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিক্ষার্থীরা চাইলে নিজেরা সচেতন হতে পারে একই সাথে অন্যদেরকেও সচেতন করতে পারে।

 

অনুষ্ঠানের সভাপতি এবং অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ সাজ্জাদুর রহমান বলেন, নিজ নিজ অবস্থান থেকে শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রত্যকেরই ভুমিকা রাখা প্রয়োজন একই সাথে আইনের প্রয়োগ বাড়ানোর উপরও তিনি গুরুত্বারোপ করেন। এ ধরণের সচেতনতামূলক প্রশিক্ষণ কার্যক্রম দেশব্যাপী বেশী বেশী করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

 

ভোরের আকাশ/নি