logo
আপডেট : ১৮ জুলাই, ২০২৩ ১৪:১২
মমেকে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা
ময়মনসিংহ ব্যুরো

মমেকে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরিফ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ দিনে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পার্সন ফরহাদ হোসেন হিরা।

 

তিনি বলেন, বর্তমানে হাসপাতালে ৭২ জন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে পুরুষ ৫৭ জন, নারী ১১ জন ও চারজন শিশু রয়েছে।

 

এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ জন ভর্তি এবং ১৪ জন ছাড়পত্র নিয়ে বাড়ি চলে গেছেন।

 

তিনি আরো বলেন, গত ১৫ দিনে মৃত চারজনের মধ্যে আরিফ ময়মনসিংহ নগরীর, বিলকিস আক্তার নেত্রকোনার দুর্গাপুর উপজেলার এবং আসমা বেগম ও আব্দুর রাজ্জাক ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাসিন্দা।

 

ভোরের আকাশ/নি