logo
আপডেট : ১৯ জুলাই, ২০২৩ ১৯:০৩
মৌলিক গবেষণার জন্য ১ম পুরষ্কার পেলো আইপিডিআই ফাউন্ডেশন
নিজস্ব প্রতিবেদক

মৌলিক গবেষণার জন্য ১ম পুরষ্কার পেলো আইপিডিআই ফাউন্ডেশন

মৌলিক গবেষণার জন্য ১ম পুরষ্কার পেলো আইপিডিআই ফাউন্ডেশন। 

 

বুধবার ঢাকার একটি হোটেলে আয়োজিত "ডেভেলপমেন্ট অফ এ ট্রান্সলেশন রিসার্চ ইন বাংলাদেশ" ওয়ার্কশপ ও সিম্পোজিয়ামে এ পুরস্কার দেওয়া হয়।

 

স্বাধীনতা চিকিৎসক পরিষদ ১ম আন্তর্জাতিক মৌলিক গবেষণা বিষয়ক এই ওয়ার্কশপ ও সিম্পোজিয়ামে আয়োজন করে ।

 

ওয়ার্কশপে দেশের ৫ শতাধিক গবেষণায় উৎসাহী চিকিৎসক অংশগ্রহণ করেন।

 

প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক মালয়েশিয়া থেকে ওয়েবিনারে অংশ নেন।  বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ মেডিকেলে এসোসিয়েশন এর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। এছাড়া অংশ নেন অধ্যাপক মাহমুদুল হাসান, অধ্যাপক এম এ ফয়েজ, অধ্যাপক মোদাচ্ছের আলী, অধ্যাপক আজিজ এম পি, অধ্যাপক দীন মোহাম্মদ, অধ্যাপক আবুল কালাম আজাদ, অধ্যাপক টিটু মিয়া প্রমুখ।

 

স্বাচিপের সভাপতি ডা. জামাল উদ্দিনের সভাপতিত্বে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও বাংলাদেশের রিসার্চ এক্সপার্টরা প্রবন্ধ উপস্থাপন করেন।

 

সভাপতি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী চিকিৎসকদের গবেষণার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছেন। এই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। বাংলাদেশে মৌলিক গবেষণার হার একেবারেই কম, এই ওয়ার্কশপে বাংলাদেশী চিকিৎসকদের গবেষণার ক্ষেত্রে উৎসাহ জোগাবে এবং মৌলিক চিকিৎসা গবেষণার নতুন যুগে যাত্রা করবে। স্বাচিপের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন দেশী ও বিদেশী গবেষকদের অংশগ্রহণে সার্থকভাবে ওয়ার্কশপ অনুষ্ঠিত হওয়ার সবাইকে ধন্যবাদ জানান।

 

সিম্পোজিয়ামে দেশের গবেষক চিকিৎসকগণ মৌলিক গবেষণা পোষ্টার আকারে প্রদর্শন করেন৷ আইপিডিআই ফাউন্ডেশন এই প্রতিযোগিতায় মৌলিক গবেষণায় ১ম পুরষ্কার লাভ করে।

 

আইপিডিআই এর জেনারেল সেক্রেটারি হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মহসীন আহমদ বলেন, আইপিডিআই ফাউন্ডেশন তরুন চিকিৎসকদের প্রফেশনাল ডেভেলপমেন্ট এর পাশাপাশি মৌলিক গবেষণা ও দেশের বিভিন্ন রোগের তথ্য - উপাত্ত্ব সংগ্রহ করে থাকে। মৌলিক গবেষণা বিষয়ক এতো সুন্দর আয়োজনের জন্য স্বাচিপকে ধন্যবাদ জানান।

 

ভোরের আকাশ/আসা