logo
আপডেট : ২১ জুলাই, ২০২৩ ১৪:৫০
ডিএমপির শ্রেষ্ঠ মিরপুর বিভাগ ও পল্লবী থানা
নিজস্ব প্রতিবেদক

ডিএমপির শ্রেষ্ঠ মিরপুর বিভাগ ও পল্লবী থানা

চলতি বছরের জুনের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্রাইম বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে মিরপুর বিভাগ। ঢাকার ৫০টি থানার মধ্যে শ্রেষ্ঠ হয়েছে পল্লবী থানা। সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন। গোয়েন্দা বিভাগের মধ্যে প্রথম হয়েছে গোয়েন্দা-লালবাগ বিভাগ। শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন গোয়েন্দা-ওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ইলিয়াছ হোসেন।

 

ট্রাফিক বিভাগের মধ্যে প্রথম হয়েছে ট্রাফিক-ওয়ারী বিভাগ। ট্রাফিকের শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার হয়েছেন ট্রাফিক-রমনা বিভাগের শাহবাগ-ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার শেখ মুত্তাজুল ইসলাম। এ ছাড়াও ডিএমপির মিডিয়া অ্যান্ড পিআর বিভাগসহ একাধিক বিভাগ ও বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

 

বৃহস্পতিবার ঢাকা মেট্রো পলিটন পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে জুন মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ডিএমপির শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

 

শ্রেষ্ঠ এসআই যৌথভাবে নির্বাচিত হয়েছেন চকবাজার মডেল থানার মো. মামুন হোসেন ও পল্টন মডেল থানার সুজন কুমার তালুকদার। এএসআইদের মধ্যে যৌথভাবে শ্রেষ্ঠ হয়েছেন মতিঝিল থানার মো. হেলাল উদ্দিন ও যাত্রাবাড়ী থানার হারাধন চন্দ্র বাইন। শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন চকবাজার মডেল থানার এসআই মো. মামুন হোসেন। অস্ত্র উদ্ধার করে প্রথম হয়েছেন তুরাগ থানার এসআই মো. আরিফুল ইসলাম।

 

মাদকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ হয়েছেন পল্টন মডেল থানার এসআই সুজন কুমার তালুকদার। চোরাই গাড়ি উদ্ধারে শ্রেষ্ঠ হয়েছেন শাহবাগ থানার এসআই আব্দুল মন্নাফ, পল্লবী থানার এসআই মো. আজিজ, ভাটারা থানার এসআই মাসুম বিল্লাহ রনি পিপিএম ও তুরাগ থানার এসআই মো. হাসিবুল হাসিব।

 

সভায় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পলিটিক্যাল মুভমেন্ট বাড়ছে। এ সময় পুলিশ সদস্যদের সতর্কতার সঙ্গে সকল পরিস্থিতি মোকাবিলা করতে হবে। রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে। ২০১৩-১৪ সালের মতো আগুন সন্ত্রাসের পরিস্থিতিও তৈরি হতে পারে। এ জন্য সবাইকে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। স্পর্শকাতর ঘটনাগুলো ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে। কোনোভাবে পরিস্থিতির অবনতি হতে দেওয়া যাবে না।

 

রাজনৈতিক স্পর্শকাতর ঘটনায় মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবিলা করার নির্দেশনা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক।

 

ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার (ক্রাইম) (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিপ্লব বিজয় তালুকদারেরর সঞ্চালনায় মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) একেএম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মুহা. আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ প্রমুখ।

 

 ভোরের আকাশ/আসা