logo
আপডেট : ২১ জুলাই, ২০২৩ ১৯:৩৯
ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন ভর্তি ৮৯৬ জন
নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন ভর্তি ৮৯৬ জন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১৫৬ জন। শুধু জুলাই মাসেই মৃত্যু হয়েছে ১০৯ জনের।

 

শুক্রবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

কন্ট্রোল রুম জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৮৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৮ হাজার ৮৪৩ জন।

 

তথ্য বিশ্লেষণে দেখা যায়, শুধু জুলাই মাসের এই ২১ দিনে ভর্তি হয়েছে ২০ হাজার ৪৬৫ জন। সেই হিসেবে গড়ে দিনে ৯৭৪ জন করে হাসপাতালে ভর্তি হয়েছে অর্থাৎ ঘন্টায় গড়ে ৪০ জন করে।

 

২৪ ঘন্টায় ভর্তি হওয়া ৮৯৬ জনের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০৩ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯৩ জন।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৬ হাজার ৭৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৫৬০ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৫১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

 

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ২৮ হাজার ৪৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৭ হাজার ৬৪৬ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১০ হাজার ৭৯৭ জন।

 

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ হাজার ২১১ জন। ঢাকায় ১৩ হাজার ৯৬৪ এবং ঢাকার বাইরে ৮ হাজার ২৪৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

 

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হওয়া ১৫৬ জনের মধ্যে নারী ৮৯ জন এবং পুরুষ ৬৭ জন।

 

ভোরের আকাশ/আসা