logo
আপডেট : ২১ জুলাই, ২০২৩ ১৯:৪৯
অপারেশন ছাড়াই হৃদযন্ত্রে কৃত্রিম অ্যাওটিক ভালভের সফল প্রতিস্থাপন
নিজস্ব প্রতিবেদক

অপারেশন ছাড়াই হৃদযন্ত্রে কৃত্রিম অ্যাওটিক ভালভের সফল প্রতিস্থাপন

হৃদযন্ত্রে অপারেশন ছাড়াই ইন্টারভেনশনাল পদ্ধতিতে ৬৫ বছর বয়সী এক রোগীর শরীরে প্রতিস্থাপন করা হল কৃত্রিম অ্যাওটিক ভালভ।

 

গত ১০ জুলাই দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আফজালুর রহমানের নেতৃত্বে ইউনাইটেড হাসপাতালের একদল হৃদরোগ বিশেষজ্ঞ রোগীর এই জটিল চিকিৎসা সম্পন্ন করেন।

 

হৃদযন্ত্রের অ্যাওটিক ভালভ ক্ষতিগ্রস্ত বা নষ্ট হলে, কৃত্রিম ভালভ প্রতিস্থাপনের মাধ্যমে তার চিকিৎসা করার প্রয়োজন পড়ে। সাধারণত অপারেশন এর মাধ্যমে এই ভালভ প্রতিস্থাপনের চিকিৎসা করা হয়। তবে, বয়স্ক এবং জটিল রোগীদের ক্ষেত্রে অনেক সময় ইন্টারভেনশনাল পদ্ধতিতে ভালভ প্রতিস্থাপনের পদ্ধতি এখন স্বীকৃত চিকিৎসা পদ্ধতি।

 

এই পদ্ধতিতে ভালভ প্রতিস্থাপনে বিশেষ দক্ষতার প্রয়োজন। কোনও রকম জটিলতা ছাড়াই সফল ভাবে এই চিকিৎসা সম্পন্ন করতে পেরেছেন অধ্যাপক ডা. আফজালুর রহমান।

 

রোগী সম্পূর্ন সুস্থ্য হয়ে ১৪, জুলাই , শুক্রবার চার দিনের মাথায় বাড়ি ফিরেছেন। বাংলাদেশে এরকম চিকিৎসা পেয়ে রোগী ও রোগীর স্বজনরা খুশী। তারা অধ্যাপক ডা. আফজালুর রহমান ও তার দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সফল ভাবে এই জটিল চিকিৎসা সম্পন্ন করায় চিকিৎসক দলকে অভিনন্দন জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

ভোরের আকাশ/আসা