logo
আপডেট : ২২ জুলাই, ২০২৩ ২০:৩১
একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ২২৪২ জন
নিজস্ব প্রতিবেদক

একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ২২৪২ জন

ফাইল ফটো

ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের ৯ জন ঢাকায়, ২ জন ঢাকার বাইরে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ১৬৭ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ঢাকায় ১৩১ জন এবং ঢাকার বাইরে ৩৬ জন। মৃতদের মধ্যে ৯৫ জন নারী এবং ৭২ জন পুরুষ। শুধু চলতি জুলাই মাসেই মৃত্যু হয়েছে ১২০ জনের। জুনে মৃত্যু হয় ৩৪ জনের। তার আগে ৪ মাসে মারা যায় ১৩ জন। শুধু মার্চ মাসে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।

 

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানান।

 

কন্ট্রোল রুম জানায়, ২১ জুলাই সকাল ৮ টা থেকে ২২ জুলাই সকাল ৮ টা পর্যন্ত ডেঙ্গু নিয়ে ২ হাজার ২৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ঢাকায় ১ হাজার ২৩৯ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৩ জন।

 

চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩০ হাজার ৬৮৫ জন। এরমধ্যে ঢাকায় ১৮ হাজার ৮৮৫ জন এবং ঢাকার বাইরে ১১ হাজার ৮০০ জন।

 

বর্তমানে সারাদেশের হাসপাতালে ভর্তি রয়েছে ৬ হাজার ৬৫৬ জন। এরমধ্যে ঢাকায় ৩ হাজার ৮৩৯ এবং ঢাকার বাইরে ২ হাজার ৮১৭ জন।

 

হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২৩ হাজার ৮৬২ জন। এরমধ্যে ঢাকায় ১৪ হাজার ৯১৫ জন এবং ঢাকার বাইরে ৮ হাজার ৯৪৭ জন।

 

ভোরের আকাশ/আসা