logo
আপডেট : ২৩ জুলাই, ২০২৩ ১৬:১৯
ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত
ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

‘সবার আগে সুশাসন, জনসভায় উদ্ভাবন’-এ প্রতিপাদ্য সামনে রেখে ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালন করেছে এলজিইডি।

 

রোববার দুপুরে দিবসটি উপলক্ষে ফরিদপুর এলজিইডির কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

 

সভায় ফরিদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী শহিদুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর অঞ্চলের এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইফুল ইসলাম সহিদ। পরে এলজিইডির কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি, ঠিকাদার ও সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি র‌্যালি বের করা হয়।

 

সরকারি সেবা কীভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব তার বিভিন্ন ডকুমেন্টারি প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় প্রদর্শন করা হয়। এছাড়া সোশ্যাল মিডিয়ায় এলজিইডির পেইজ থেকে প্রদত্ত সেবার বিবরণ ও দৃষ্টান্তসহ বিভিন্ন তথ্য আপলোড করে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

একই সঙ্গে দিনব্যাপী হেল্প ডেক্সের মাধ্যমে সেবা প্রার্থীদের সেবা প্রদান করা হয়েছে।

 

ভোরের আকাশ/নি