logo
আপডেট : ২৩ জুলাই, ২০২৩ ২০:১৯
একদিনে ৯ জনের মৃত্যু, ভর্তি ২২৯২
নিজস্ব প্রতিবেদক

একদিনে ৯ জনের মৃত্যু, ভর্তি ২২৯২

ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের ৮ জন ঢাকায়, ১ জন ঢাকার বাইরে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ১৭৬ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ঢাকায় ১৩৯ জন এবং ঢাকার বাইরে ৩৭ জন। মৃতদের মধ্যে ১০১ জন নারী এবং ৭৫ জন পুরুষ। শুধু চলতি জুলাই মাসেই মৃত্যু হয়েছে ১২৯ জনের। জুনে মৃত্যু হয় ৩৪ জনের। তার আগে ৪ মাসে মারা যায় ১৩ জন। শুধু মার্চ মাসে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।

 

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানান।

 

কন্ট্রোল রুম জানায়, ২২ জুলাই সকাল ৮ টা থেকে ২৩ জুলাই সকাল ৮ টা পর্যন্ত ডেঙ্গু নিয়ে ২ হাজার ২৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ঢাকায় ১ হাজার ৬৪ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ২২৮ জন।

 

চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩২ হাজার ৯৭৭ জন। এরমধ্যে ঢাকায় ১৯ হাজার ৯৪৯ জন এবং ঢাকার বাইরে ১৩ হাজার ২৮ জন।

 

বর্তমানে সারাদেশের হাসপাতালে ভর্তি রয়েছে ৭ হাজার ১৭৫ জন। এরমধ্যে ঢাকায় ৪ হাজার ১৪৯ এবং ঢাকার বাইরে ৩ হাজার ২৬ জন।

 

হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২৫ হাজার ৬২৬ জন। এরমধ্যে ঢাকায় ১৫ হাজার ৬৬১ জন এবং ঢাকার বাইরে ৯ হাজার ৯৬৫ জন।

 

ভোরের আকাশ/আসা