logo
আপডেট : ২৫ জুলাই, ২০২৩ ১১:০৩
চট্টগ্রামে ১২ ঘণ্টাই লোডশেডিং, গরমে হাঁসফাঁস
চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে ১২ ঘণ্টাই লোডশেডিং, গরমে হাঁসফাঁস

কাগজে-কলমে ঘন বর্ষাকাল হলেও দেখা নেই বৃষ্টির। শ্রাবণের অঝোর ধারার পরিবর্তে চলছে দাবদাহ। এর মধ্যেই ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ে ভোগান্তি বাড়িয়ে দিয়েছে বন্দরনগরী চট্টগ্রামের মানুষের। শুক্র ও শনিবার লোডশেডিং কিছুটা সহনীয় পর্যায়ে থাকলেও রোববার তা তীব্র আকার ধারণ করে। বিকেলে মুরাদপুর বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকান্ডের পর বিদ্যুৎ সরবরাহে মারাত্মক সংকট সৃষ্টি হয়। বিদ্যুৎহীন হয়ে পড়ে অনেক এলাকা।

 

সংশ্লিষ্টরা জানান, বিকেল সোয়া ৩টার পর মুরাদপুর সাবস্টেশনের ব্রেকার ইনসুলেশন ব্রেক থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা তা দ্রুত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও অগ্নিকান্ডের পর সাবস্টেশন থেকে পাওয়ার সাপ্লাই বন্ধ করে দেয়া হয়। এতে নগরীর পাঁচলাইশ, মুরাদপুর, কালুরঘাট, খুলশী, ষোলশহর, স্টেডিয়ামের আশপাশের এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। তবে রাত ৮টার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

 

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, তীব্র গরমের কারণে রোববার চট্টগ্রামে বিদ্যুতের চাহিদা বেড়ে যায়। দিনে লোডশেডিংয়ের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩০০ মেগাওয়াট। বিকেল সোয়া ৩টার দিকে আস্বাভাবিক লোড এবং হিটের কারণে মুরাদপুর সাবস্টেশনের ব্রেকার ইনসুলেশন ব্রেকে আগুন ধরে যায়। জাতীয় গ্রিড থেকে চাহিদা মতো বিদ্যুৎ না পাওয়া এবং সাবস্টেশনে অগ্নিকান্ডের কারণে রোববার লোডশেডিং হয়েছে বেশি।

 

পিডিবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী অশোক কুমার চৌধুরী ভোরের আকাশকে জানান, অতিরিক্ত লোড এবং অস্বাভাবিক গরমের কারণে মুরাদপুর ৩৩/১১ কেভি সাবস্টেশনের একটি ব্রেকারে আগুন ধরে যায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হলেও এই সাবস্টেশন থেকে যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয় সেখানে বিদ্যুৎবিভ্রাট দেখা দেয়। তবে রাত ৮টার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

 

তিনি বলেন, তীব্র গরমের কারণে রোববার দিনেই বিদ্যুতের চাহিদা ১২শ মেগাওয়াট ছাড়িয়ে যায়। যদিও এর বিপরীতে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ পাওয়া গেছে ৮৫০-৯০০ মেগাওয়াট। অতিরিক্ত চাহিদা এবং সাবস্টেশনে যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ নিয়ে নগরবাসীকে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে বিদ্যুৎকর্মীরা কাজ করছেন। আশা করি দ্রুত পরিস্থিতির উন্নতি হবে। মানুষ স্বস্তি পাবেন।

 

এ দিকে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিংয়ের কারণে রোববার নগরীতে ব্যবসা-বাণিজ্য ও মানুষের দৈনন্দিন কর্মকান্ড প্রায় স্থবির হয়ে পড়ে। লেখাপড়া করতে না পেরে বিপাকে পড়ে আসন্ন এইচএসসি ও সমমানসহ অন্য পরীক্ষার পরীক্ষার্থীরাও। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন হাসপাতালে রোগী, ঘরে থাকা বয়স্ক ব্যক্তি ও শিশুরা। অনেকে চার্জার ফ্যান কিনতে ছুটে যান ইলেক্ট্রনিক পণ্যের দোকানে।

 

ভোরের আকাশ/নি