logo
আপডেট : ২৭ জুলাই, ২০২৩ ১৭:৩৫
দিনাজপুরের রেললাইন থেকে যুবকের লাশ উদ্ধার
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের রেললাইন থেকে যুবকের লাশ উদ্ধার

দিনাজপুরের পার্বতীপুরে অজ্ঞাত এক যুবকের (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী রেলপথের কয়লাখনি রেলগেট সংলগ্ন শাহাগ্রামে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল পৌনে ৭টার দিকে রেললাইনের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর শুনে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। এ সময় মৃত ব্যক্তির মাথা থেঁতলানো ও হাত ভাঙা অবস্থায় পাওয়া যায়।

 

ধারণা করা হচ্ছে, ভোরে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটী এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটতে পারে।

 

পার্বতীপুর রেলওয়ে থানার এসআই মো. কাজল হক জানান, অজ্ঞাত ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় বের করতে কাজ করছে পুলিশ।

 

ভোরের আকাশ/নি