logo
আপডেট : ৬ আগস্ট, ২০২৩ ১৯:০৩
একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ২৭৬৪ জন
নিজস্ব প্রতিবেদক

একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ২৭৬৪ জন

ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের ৭ জন ঢাকায়, ৩ জন ঢাকার বাইরে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ৩১৩ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ঢাকায় ২৪৮ জন এবং ঢাকার বাইরে ৬৫ জন। মৃতদের মধ্যে ১৭৬ জন নারী এবং ১৩৭ জন পুরুষ। শুধু জুলাই মাসে মৃত্যু হয়েছে ২০৪ জনের। আগস্টের এই পাঁচ দিনে মৃত্যু হয়েছে ৬২ জনের। জুন মাসে মৃত্যু হয় ৩৪ জনের। তার আগে ৪ মাসে মারা যায় ১৩ জন। শুধু মার্চ মাসে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।

 

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানান।

 

কন্ট্রোল রুম জানায়, ৫ আগস্ট সকাল ৮ টা থেকে ৬ আগস্ট সকাল ৮ টা পর্যন্ত ডেঙ্গু নিয়ে ২ হাজার ৭৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ঢাকায় ১ হাজার ৭৮ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৬৬৮ জন।

 

চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬ হাজার ৭৩২ জন। এরমধ্যে ঢাকায় ৩৫ হাজার ৬০১ জন এবং ঢাকার বাইরে ৩১ হাজার ১৩১ জন। শুধু জুলাই মাসে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৩ হাজার ৮৫৪ জন। আগস্টের এই পাঁচদিনে ভর্তি হয়েছে ১৪ হাজার ৯০০ জন।

 

বর্তমানে সারাদেশের হাসপাতালে ভর্তি রয়েছে ৯ হাজার ৩৪৭ জন। এরমধ্যে ঢাকায় ৪ হাজার ৬০৫ এবং ঢাকার বাইরে ৪ হাজার ৭৪২ জন।

 

হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৫৭ হাজার ৭২ জন। এরমধ্যে ঢাকায় ৩০ হাজার ৭৪৮ জন এবং ঢাকার বাইরে ২৬ হাজার ৩২৪ জন।

 

২০২২ সালে ডেঙ্গুতে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

 

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

 

 ভোরের আকাশ/আসা