logo
আপডেট : ১৪ আগস্ট, ২০২৩ ১৪:৪১
আখাউড়ায় গাঁজাসহ বাবা-মেয়ে আটক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আখাউড়ায় গাঁজাসহ বাবা-মেয়ে আটক

১০ কেজি গাঁজাসহ পুলিশের হাতে আটক বাবা-মেয়ে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১০ কেজি গাঁজাসহ বাবা-মেয়েকে আটক করেছে পুলিশ।

 

সোমবার (১৪ আগস্ট) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানা পুলিশ।

 

আটককৃতরা হলেন, আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ গ্রামের মৃত আবদুল আলীমের ছেলে আবদুল কাইয়ুম (৬০) ও তার মেয়ে ইয়াসমিন আক্তার প্রকাশ জেসমিন (৩০)।

 

জানা যায়, পুলিশের ২৪ ঘণ্টা মাদকবিরোধী বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোগড়া ইউনিয়নের চরনারায়নপুর এলাকার পাকা ব্রিজে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী বাবা-মেয়েকে আটক করা হয়।

 

ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুল ইসলাম জানান, বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আমাদের মাদক বিরোধী এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

 

ভোরের আকাশ/নি