logo
আপডেট : ১৬ আগস্ট, ২০২৩ ১৬:১৪
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১ দিন বন্ধ থাকার পর আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানির বাণিজ্য শুরু হয়েছে।

 

বুধবার সকালে আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মো. আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে ৩টি গাড়িতে করে প্রায় সাড়ে ৪ টন হিমায়িত মাছ রপ্তানির মাধ্যমে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।’ আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ‘শোক দিবস উপলক্ষে গতকাল বন্দরে ব্যবসায়ী কার্যক্রম বন্ধ ছিল। আজ (বুধবার) সকাল থেকে সব ধরনের বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে।’ আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ হাসান আহমেদ ভুঁইয়া জানান, জাতীয় শোক দিবসে দু’দেশের বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্য দিনের মতোই স্বাভাবিক ছিল।