logo
আপডেট : ১৬ আগস্ট, ২০২৩ ১৯:১৫
ডেঙ্গুতে মৃত্যু ৯, ভর্তি ২১৪৯
নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গুতে মৃত্যু ৯, ভর্তি ২১৪৯

অব্যাহত রয়েছে দেশের ডেঙ্গু পরিস্থিতির অবনতি। চলতি মাসের ১৬ দিনেই ডেঙ্গুতে মৃত্যু ১৮৪ জনে পৌঁছে গেছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৯ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৪৯ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৫ জনে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৯ হাজার ১৬৫ জন।

 

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ১৪৯ জনের মধ্যে মধ্যে ঢাকার বাসিন্দা ৮৩৪ জন ও ঢাকার বাইরের এক হাজার ৩১৫ জন। ২৪ ঘণ্টায় মৃত ৯ জনের মধ্যে ৬ জন ঢাকা সিটির এবং ৩ জন ঢাকার বাইরের বাসিন্দা বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ২৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৫ হাজার ২৩০ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৪৬ হাজার ৭৯৪ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮২হাজার ৪২৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪০ হাজার ৮৯৯ জন এবং ঢাকার বাইরের ৪১ হাজার ৪২৪ জন।

 

ভোরের আকাশ/আসা