ঝালকাঠির নলছিটিতে ব্যাটারিচালিত অটোবাইকে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির চৌকিদার (৪৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে।
শনিবার বেলা ১২টার দিকে উপজেলার ভৈরবপাশা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, মনির চৌকিদার সকাল থেকে অটোবাইকে যাত্রী নিয়ে ভৈরবপাশা বাজার থেকে ঝালকাঠি যাতায়াত করায় চার্জ শেষ হয়ে যায়। দুপুর ১২টার দিকে ভৈরবপাশা বাজারে একটি গ্যারেজে চার্জ দিতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হন। গুরুতর অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালে স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পাগলপ্রায় স্বজনরা।
ঝালকাঠি সদর হাসপাতালের চিকিৎসক ডা. বৈশাখী বড়াল জানান, অটোবাইক চালককে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকলে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে।
ভোরের আকাশ/আসা