logo
আপডেট : ২০ আগস্ট, ২০২৩ ১৮:৪০
এখনও চূড়ান্ত ভর্তির বিষয়ে সিদ্ধান্ত নেয়নি জগন্নাথ বিশ্বিবদ্যালয়
জবি প্রতিনিধি :

এখনও চূড়ান্ত ভর্তির বিষয়ে সিদ্ধান্ত
নেয়নি জগন্নাথ বিশ্বিবদ্যালয়

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কার্যক্রমের ৪র্থ পর্যায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তি ও কাগজপত্রাদি জমাদানের নির্দেশ দেয়া হয়েছে। এদিকে গুচ্ছ থেকে জানানো হয়েছে ৪র্থ পর্যায়ই শেষ পর্যায়। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) চূড়ান্ত ভর্তির কবে হতে পারে এই বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

 

প্রসঙ্গত,একাধিক বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করেছে। একাধিক বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষের ক্লাসও শুরু হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবার আগস্টের মাঝামাঝি ক্লাস শুরু করার পরিকল্পনা থাকলেও এখনও সিদ্ধান্ত নিতে পারেনি।

 

চূড়ান্ত ভর্তি ও ক্লাস শুরু কবে হতে পারে জানতে চাইলে লাইফ অ্যান্ড আর্থ সাইন্স অনুষদের ডিন ড.মনিরুজ্জামান খন্দকার বলেন, আমরা একটা মিটিং করে চূড়ান্ত ভর্তির সময় জানিয়ে দিব। এই মাসের মধ্যে সেটা হয়ে যাবে হয়তো। আর ক্লাস কবে শুরু হবে সেটা পরবর্তীতে বলা যাবে। তিনি আরও জানান,আমাদের আসন ফাঁকা নেই। কিছু আসনে ভর্তি বাতিল করলে কেউ তখন ফাঁকা হচ্ছে। উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ২ হাজার ৭৬৫টি।

 

ভোরের আকাশ/মি