logo
আপডেট : ২০ আগস্ট, ২০২৩ ২২:৪৯
সাংবাদিক আনোয়ার হোসেনের বিরুদ্ধে মামলায় বিএইচআরএফ এর তীব্র নিন্দা ও ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক আনোয়ার হোসেনের বিরুদ্ধে মামলায় বিএইচআরএফ এর তীব্র নিন্দা ও ক্ষোভ

সংবাদ প্রকাশের জের ধরে বেসরকারি টেলিভিশন নাগরিক টিভির রিপোর্টার ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সদস্য আনোয়ার হোসেনের বিরুদ্ধে মামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদশে হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ)।

 

ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট র্কতৃপক্ষের মামলার ঘটনায় ২০ আগস্ট ফোরামের সভাপতি রাশেদ রাব্বি এবং সাধারণ সম্পাদক হাসান সোহেল নিন্দা জানিয়েছেন।

 

নেতৃবন্দ বলেন, একটি প্রতিবেদনকে কেন্দ্র করে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট প্রতিবেদকের বিরুদ্ধে মামলা করে তাদের দুর্বলতা প্রকাশ করেছে। এই মামলা উক্ত প্রতিবেদনের বস্তুনিষ্ঠতার বহিঃপ্রকাশ এবং দেশের মুক্ত গণমাধ্যম চর্চার ক্ষেত্রে প্রতিবন্ধকতা।

 

নেতৃবৃন্দ অবিলম্বে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেছেন, হামলা মামলা করে গণমাধ্যমের অসংকোচ প্রকাশ বন্ধ রাখা যাবে না।