logo
আপডেট : ২৪ আগস্ট, ২০২৩ ১১:১৪
গাইবান্ধায় ট্রাক চাপায় ট্রাফিক পুলিশ সদস্য নিহত
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় ট্রাক চাপায় ট্রাফিক পুলিশ সদস্য নিহত

গাইবান্ধায় ট্রাক চাপায় বিপ্লব প্রমাণিক (৫১) নামের এক ট্রাফিক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

 

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে জেলার পুরাতন জেলখানা মোড়ে জিরোপয়েন্টে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত বিপ্লব প্রমাণিক গাইবান্ধা ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জে।

 

জানা গেছে, ট্রাফিক পুলিশ বিপ্লব প্রমাণিক সকালে গাইবান্ধার পুরাতন জেলখানা ও ট্রাফিক পুলিশ বক্স সংলগ্ন জিরোপয়েন্ট মোড়ে ডিউটি থাকার কারণে মোটরসাইকেল যোগে তিনি জিরোপয়েন্টে পৌঁছিলে পিছন দিন থেকে একটি অজ্ঞাত ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। ট্রাফিক পুলিশ বিপ্লব প্রমাণিক ঘটনাস্থলেই মারা যান।

 

গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, ফুলছড়ি উপজেলার বালাসিঘাট থেকে আসা বালুবাহী ড্রাম ট্রাক তাকে চাপা দিতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত ওই ট্রাকটি আটকের চেষ্টা চলছে।

 

ভোরের আকাশ/নি