logo
আপডেট : ২৬ আগস্ট, ২০২৩ ১৭:০৩
বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার
বগুড়া প্রতিনিধি

বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

বগুড়ার সোনাতলা উপজেলায় জাহেরা বেগম (৮৫) নামের এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

শনিবার বেলা পৌনে ১২ টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার রাতের কোনো একসময় উপজেলার মধুপুর ইউনিয়নের গারামারা গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত জাহেরা বেগম ওই গ্রামের আবুল কাশেমের স্ত্রী।

 

ঘটনার রাতে নিহতের ছেলের বউ সখিনাকে একই ঘরে হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। ভোরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশে খবর দেন।

 

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন সোনাতলা থানার ওসি সৈকত হাসান।

 

ভোরের আকাশ/আসা