logo
আপডেট : ১ সেপ্টেম্বর, ২০২৩ ১৭:৪৮
মেয়ে সেজে চুরি, হিজড়া সেজে চাঁদাবাজি
নিজস্ব প্রতিবেদক

মেয়ে সেজে চুরি, হিজড়া সেজে চাঁদাবাজি

রাজধানীতে হিজড়া সেজে চাঁদাবাজি ও নারী সেজে চুরির অভিযোগে ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- হিজড়া মনির ওরফে প্রকাশ মণি (২৭) ও রফিক প্রকাশ ওরফে অপরুপা প্রকাশ রূপা (২৮)।

 

শুক্রবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। এর আগে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শেরে বাংলানগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার করা হয়।

 

ওসি মহসীন বলেন, মিরপুরের একটি চুরির তদন্তে বেরিয়ে আসে এই চক্রের নাম। তারা নারী সেজে চুরি, হিজড়া সেজে ছিনতাই ও চাঁদাবাজি করতো। গত ২৭ আগস্ট মিরপুর মডেল থানার ৬০ ফিট এলাকার ট্যুর অ্যান্ড ট্রাভেলসে দুর্র্ধষ এক চুরির ঘটনা ঘটায় চক্রটি। আড়াই লাখ টাকা ও দুইটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় তারা।

 

সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় চুরি করেছে এক নারী। পরে তদন্ত করে অভিযান চালিয়ে যখন গ্রেফতার করা হয়, তখন দেখা যায় চোর নারী নয়, ছেলে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতেই মেয়ে সেজে চুরি করে তারা। ঘরে মেয়ে সেজে চুরি করলেও রাস্তায় আবার সাজে হিজড়া। হিজড়া সেজে বিভিন্ন মানুষের কাছ থেকে চাঁদাবাজি ও সুযোগ বুঝে ছিনতাই করে।

 

তিনি বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, চুরি করেছে এক নারী। পরে দেখা যায়, ওই চোর নারী নয়, ছেলে। ঘরে মেয়ে সেজে চুরি করলেও রাস্তায় আবার তারা সাজে হিজড়া।

 

তিনি আরও বলেন, গ্রেপ্তার রফিক বাইরে নিজেকে পরিচয় দেন রুপা নামে। একইভাবে আরেকজনের নাম মনির। তিনি বাইরে পরিচিত মণি নামেই। তাঁরা দুজনই ছেলে হলেও বাইরে তাঁরা কখনো হিজড়া হিসেবে, আর কখনো মেয়ে হিসেবেই পরিচয় দিতেন। তাঁরা চার বছর ধরে শতাধিক চুরি করেছেন। মেয়ে সেজে চুরি করার কারণে অধিকাংশ সময়ই তাঁদের শনাক্ত করা যায়নি।

 

গোপন খবরের ভিত্তিতে আজ বিকেলে শেরেবাংলা নগর থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে নগদ ১ লাখ ৬৮ হাজার টাকা, ২টি মুঠোফোন, ১ ভরি ৫ আনা সোনার গয়না উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে মিরপুর থানায় দুটি করে মামলা রয়েছে।

 

ভোরের আকাশ/নি