logo
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ১৪:৪৭
জাতীয় স্থানীয় সরকার উন্নয়ন দিবস পালিত
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

জাতীয় স্থানীয় সরকার উন্নয়ন দিবস পালিত

পটুয়াখালীর গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে গলাচিপায় ‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’ এই শ্লোগানে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা-২০২৩ইং উদযাপিত হয়েছে।

 

১৭ সেপ্টেম্বর রোববার সকাল সারে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি প্রদর্শিত হয়। র‌্যালিটি উপজেলা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে চত্বর হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উন্নয়ন মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।

 

পরে লাল ফিতা কেটে মেলার শুভ উদ্বোধনের শুভ সূচনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহিন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মু. শাহিন উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভায় উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মো. মেজবাহ্ উদ্দিন আহমেদ, কৃষি কর্মকর্তা আরজু আক্তার, প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল করিম, উপজেলা প্রাণী কর্মকর্তা সজল, বীর মুক্তিযোদ্ধা মো. সামছুদ্দিন শানুঢালী, প্যানেল মেয়র সুশীল চন্দ্র বিশ্বাস, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন স্বাগতিক বক্তব্য রাখেন।

 

প্রধান অতিথি তিন দিনের মেলার শুভ উদ্বোধন করেন। মেলায় বিভিন্ন সরকারি দপ্তরের মোট ১৪টি স্টল প্রদর্শিত হয়। এ ছাড়া উন্নয়ন মেলায় সর্বস্তরের জনসাধারণ, উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

পরে দুপুর সারে ১২টার দিকে উপজেলা দিঘির পাড়ে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পল্লি উন্নয়ন কর্মকর্তা মো. মাহাবুব হাসান শিবলী।

 

ভোরের আকাশ/নি