logo
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২৩ ১৬:০৭
আড়িয়াল খাঁ নদীতে সেতু নির্মাণকাজ শুরু করতে যাচ্ছে এলজিইডি
বরিশাল ব্যুরো

আড়িয়াল খাঁ নদীতে সেতু নির্মাণকাজ শুরু করতে যাচ্ছে এলজিইডি

বরিশালের আড়িয়াল খাঁ নদের ওপর ৯১.৩৫ কোটি টাকা ব্যয়ে প্রায় ৬২০ মিটার ‘প্রী স্টেড কংক্রিট গার্ডার’ সেতু নির্মাণের কাজ শুরু করতে যাচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। গৌরনদী ও মুলাদী উপজেলা ছাড়াও সেতুটি নাজিরপুর ও মোল্লারহাট এলাকার মধ্যে সড়ক যোগাযোগ নির্বিঘ্নে করবে।

 

বরিশালের গৌরনদীর অদূরে কুতুবপুর এলাকায় আড়িয়াল খাঁ নদের ওপর এ সেতুটি সম্পূর্ণ দেশীয় তহবিলে মোট ২৪টি পিয়ারের ওপর ২৩টি স্প্যানে নির্মিত হচ্ছে। দু’প্রান্তে প্রায় সাড়ে ৫শ মিটার সংযোগ সড়ক ছাড়াও সেতুটির দু’প্রান্তে দুটি এবাটমেন্টের মধ্যভাগে মূল স্প্যানটি ৯০ মিটার দীর্ঘ ‘আর্থ টাইপ ব্রিজ’ হিসেবে নির্মিত হবে।

 

প্রতিযোগিতামূলক দরপত্র গ্রহণের পরে বরিশালের এম খান লিমিটেড নামের একটি প্রাক যোগ্যতাসম্পন্ন প্রতিষ্ঠানের সাথে সম্প্রতি মোট ৯১ কোটি ৩৫ লাখ টাকার নির্মাণ চুক্তি সম্পাদন করেছে এলজিইডি। চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের ১২ জুনের মধ্যে প্রতিষ্ঠানটি সেতুটির নির্মাণকাজ সম্পন্ন করবে।

 

এলজিইডি বরিশালের নির্বাহী প্রকৌশলী মো. আতিকুল ইসলাম জানান, সেতুটি নকশা প্রণয়নসহ দর প্রস্তাব বিবেচনায় কঠোর বিধিবিধানসহ নির্মাণকাজের মান নিয়ন্ত্রণে আমরা কোনো ধরনের আপস করছি না।

 

নির্মাণকাজ তদারকিতে ইতোমধ্যে প্রাক-যোগ্যতাসম্পন্ন পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের কথাও জানান তিনি। নির্মান প্রতিষ্ঠানটি প্রস্তাবিত সেতু এলাকায় সরঞ্জামাদি সন্নিবেশ কাজও শুরু করেছে ইতোমধ্যে।

 

আগামী ডিসেম্বরের মধ্যেই নির্মাণ কাজ শুরু করার ব্যাপারে আশাবাদী এলজিইডির দায়িত্বশীল মহল এবং ঠিকাদারি প্রতিষ্ঠান এম খান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহফুজ খান।

 

ভোরের আকাশ/নি