বরগুনা পৌর শহরের চর কলোনি এলাকার একটি ভবন থেকে সাথী বেগম (২৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বরগুনা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত সাথী সদর উপজেলার ফুলঝুরি ইউনিয়নের গুদিঘাটা গ্রামের মো. দুলাল খানের মেয়ে। তার স্বামী মো. শাহীন বেতাগী উপজেলার বকুলপুর এলাকার মো. আনছার আলীর ছেলে।
জানা যায়, রোববার সকালে আঃ লতিফের (পুলিশ) ভাড়াটিয়া বাসায় উঠে তারা। রোববার বিকেলে স্বামী মো. শাহীন ঘরে এসে দরজা আটকানো পেয়ে অনেক ডাকাডাকি করে চলে যায়। বাড়ির মালিক সন্ধ্যা হয়ে গেলেও রুমে কোনো আলো না দেখায় বিষয়টি পুলিশকে জানায়।
স্থানীয়দের সহায়তায় এসআই শাহাবুদ্দিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে দরজা ভেঙ্গে রুমের ভেতরে প্রবেশ করে। সেখানে জানালার গ্রিলের সঙ্গে সাথীর নিজের ব্যবহৃত ওড়না দিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন পুলিশ। রোববার রাত সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বরগুনা সদর থানার ওসি একে এম মিজানুর রহমান বলেন, আত্মহত্যা কিনা ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এরপর তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ভোরের আকাশ/নি