দৈনিক ভোরের আকাশ পত্রিকার ডেপুটি চিফ রিপোর্টার রুদ্র মিজানকে (এম আর মিজান) প্রাণ নাশের হুমকি দিয়েছে এক দুর্বৃত্ত। এ বিষয়ে জীবনের নিরাপত্তা চেয়ে রমনা থানায় একটি সাধারণ ডায়রি করেছেন তিনি। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)।
শুক্রবার পৃথকভাবে বিবৃতি প্রদান করেছে সাংবাদিকদের বৃহত্তম এই দুটি সংগঠন। তার আগে হুমকির ঘটনায় গত বৃহস্পতিবার রাতে রাজধানীর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন (জিডি নম্বর-৩৬০) মিজান।
রুদ্র মিজান জিডিতে উল্লেখ করেন, নিজেকে গলাকাটা মানিক পরিচয় দিয়ে গত বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকালে এক ব্যক্তি ফোনে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। ওই ব্যক্তি তাকে হুমকি দিয়ে বলেছেন, ‘তোর এতো বড় সাহস, তুই আমার ভাইয়ের বিরুদ্ধে রিপোর্ট করিস। তোকে যেখানে পাব একদম লাশ ফেলে দেব।’ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে বলে জানান রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন।
রুদ্র মিজান জানান, তার লেখা কোনো সংবাদে ক্ষুব্ধ হয়ে কেউ এ ধরণের হুমকি দিয়েছে বলে ধারণা করছেন তিনি।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)’র যুগ্ম সাধারণ সম্পাদক রুদ্র মিজানকে প্রাণনাশের হুমকির ঘটনায় পৃথক বিবৃতিতে ডিআরইউ’র সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এবং ক্র্যাব’র সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদ তীব্র নিন্দা জানান।
বিবৃতিতে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, একজন পেশাদার সাংবাদিককে এভাবে হুমকি দেওয়া মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
উল্লেখ্য, রুদ্র মিজান দীর্ঘদিন যাবত অপরাধ বিষয়ক সাংবাদিকতা করছেন। তিনি অতীতে দৈনিক মানবজমিন পত্রিকায় ক্রাইম চিফ ও এশিয়ান টেলিভশনে সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করেছেন। সাংবাদিকতা করতে গিয়ে অতীতে মামলা ও হামলার শিকার হয়েছেন মিজান।
ভোরের আকাশ/আসা