logo
আপডেট : ৭ অক্টোবর, ২০২৩ ১৯:৩১
আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের জয়, বিএনপির মহাসচিবের অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক

আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের জয়, বিএনপির মহাসচিবের অভিনন্দন

বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

শনিবার (৭ অক্টোবর) বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।


আসরে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে ভারত বিশ্বকাপের মিশন শুরু করেছে সাকিব আল হাসানের দল। আজ (শনিবার) ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে ৩৭ ওভার ২ বলে ১৫৬ রান তুলে অলআউট হয় আফগানিস্তান। ৩টি করে উইকেট শিকার করেন মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসান।

 

জবাবে খেলতে নেমে ৩৪ ওভার ৪ বল খেলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। টাইগারদের হয়ে হাফ সেঞ্চুরি পেয়েছেন মিরাজ ও নাজমুল হোসেন শান্ত।

 

ভোরের আকাশ/আসা