logo
আপডেট : ১৯ অক্টোবর, ২০২৩ ১৬:৩৩
ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কের পাশে অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কের পাশে অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে ওসি আকুল চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে ঢাকা সিলেট মহাসড়ক ও কুমিল্লা সিলেট মহাসড়কের দুপাশে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে হাইওয়ে পুলিশ। এ সময় প্রায় অর্ধশতাধিক দোকান উচ্ছেদ করা হয়।

 

এদিকে কুমিল্লা সিলেট মহাসড়কের পাশে স্থানীয় কিছু অসাধু ব্যক্তি দোকান বসিয়ে দৈনিক ২০০-৩০০ টাকা দোকান প্রতি চাঁদা আদায় করতো বলেও জানা যায়।

 

এ ব্যাপারে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস বলেন, মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে ও সড়ক দুর্ঘটনা এড়াতে রাস্তার দু'পাশ ফ্রি রাখা জরুরি। গতকাল তাদেরকে বলা হয়েছে মহাসড়কের পাশ থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়া জন্য, কিন্তু তারা আমাদের কথায় কর্ণপাত করনি।

 

তিনি আরও জানান, আইনে আছে মহাসড়কের ১০ মিটার ভিতরে যদি কোনো স্থাপনা থাকে তবে তা সরিয়ে নেওয়া ক্ষমতা হাইওয়ে পুলিশের রয়েছে।

 

আজ অভিযান পরিচালনা করে এসব স্থাপনা ভেঙে দেয়া হয়েছে। হাইওয়ে পুলিশের অভিযান নিয়মিত পরিচালিত হবে।'

 

ভোরের আকাশ/নি