শেরে বাংলা গোল্ডেন পিচ পদক পেলেন দেশবরেণ্য লোকসঙ্গীত শিল্পী আবু বকর সিদ্দিক। শেরে বাংলা একে ফজলুল হক স্মৃতি পরিষদ এই পদক প্রদান করে।
গত বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচিকাঁচা মেলা মিলনায়তনে পদক প্রদান অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ ও বিচারপতি এস এম মজিবুর রহমান।
উল্লেখ্য, আবু বকর সিদ্দিক বাংলাদেশ বেতার, ও বিটিভির বিশেষ শ্রেণীর স্বনামখ্যাত একজন নন্দিত লোকসংগীত শিল্পী। বেতার এবং বিভিন্ন টিভি চ্যানেল ছাড়াও চলচ্চিত্রে তিনি প্লেব্যাক সিঙ্গার হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছেন।
গত প্রায় ৪০ বছর যাবত আবু বকর সিদ্দিক সংগীতের সাধনায় নিয়োজিত রয়েছেন।
ভোরের আকাশ/নি