সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর রেলওয়ে কলোনীতে হেরোইন ও ইয়াবা ট্যাবলেট রাখার দায়ে রোকছানা বেগম(৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ২০ হাজার টাক অর্থদণ্ড ও অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং একই ধারার ৯(ক)এ ০১ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০০/- টাকা জরিমানা অনাদায়ে ০২ মাস বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো: নাজির এই কারাদন্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত নারী মাদক ব্যবসায়ী রোকছানা বেগম সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর রেলওয়ে কলোনী (সুইপারপাড়া) রেজাউল করিমের স্ত্রী। সে পলাতক রয়েছেন।
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১৫ই আগস্ট তারিখে স্পেশাল কোম্পানী র্যাব-১২, সিরাজগঞ্জ এর ডিএডি মোঃ আঃ কাদের সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ টহল অভিযান পরিচালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সিরাজগঞ্জ থানাধীন মাহমুদপুর রেলওয়ে কলোনী (সুইপারপাড়া) সাকিনস্থ আসামী রোকছানা এর বসত বাড়ীতে নেশাজাতীয় হেরোইন ও ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয় হচ্ছে।
উক্ত সংবাদ প্রাপ্তির পর উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে বাদী উক্ত তারিখ ১৪.৫০ ঘটিকায় আসামীর বাড়ীতে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে আসামী রোকছানা বেগম দৌড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় মহিলা ফোর্স এর সহায়তায় তাকে ধৃত করে তার দেহ তল্লাশী করে পরিহিত সালোয়ারের ডান কোমরে সাদা পলিথিন প্যাকেটে রক্ষিত অবস্থায় ২২৫ গ্রাম হেরোইন ও ৪০টি ইয়াবা ট্যাবলেট ওজন ০৪ গ্রাম উদ্ধার করেন। অতপর তিনি বাদী হয়ে সিরাজগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
রাষ্ট্র পক্ষে মোট ০৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য সমাপ্তি অন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় জেলা ও দায়রা জজ অদ্য রায় ঘোষণা করেন। আসামী রোকছানা বেগম পলাতক রয়েছেন।
রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন পি, পি আব্দুর রহমান এবং স্টেট ডিফেন্স পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডঃ মোঃ গোলাম হায়দার।
ভোরের আকাশ/নি