logo
আপডেট : ৩১ অক্টোবর, ২০২৩ ১৩:৪২
ওলামা দলের এক নেতা আটক
নিজস্ব প্রতিবেদক

ওলামা দলের এক নেতা আটক

বিএনপির অঙ্গ সংগঠন ওলামা দলের নেতা মাওলানা রফিক ইসলামকে আটক করেছে পুলিশ।

 

মঙ্গলবার দুপুর ১টার দিকে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করে।

 

বিএনপির চেয়ারপাসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন ।

 

তিনি জানান, তাকে আটক করে পল্টন থানায় নিয়ে যাওয়া হয়েছে।

 

তবে এ বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

 

ভোরের আকাশ/আসা