logo
আপডেট : ১ নভেম্বর, ২০২৩ ১৫:৩৭
মনোহরদীতে জাতীয় যুব দিবস পালিত
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

মনোহরদীতে জাতীয় যুব দিবস পালিত

স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে নরসিংদীর মনোহরদীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালী, যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আজ বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবস পালিত হয়। শুরুতেই একটি র‍্যালী বের হয়।র‍্যালীটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় যোগ দেয়।

 

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রেজাউল করিমের সভাপতিত্বে উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আতাউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু প্রিয়াশীষ রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবি,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসনেরা বেগম ছন্দা, কৃষি কর্মকর্তা রুনা আক্তার ও সমবায় কর্মকর্তা ওমর ফারুক প্রমুখ।

 

আলোচনা সভা শেষে ১২ জনের মাঝে ৫ লক্ষ ৬০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

 

ভোরের আকাশ/নি