logo
আপডেট : ২ নভেম্বর, ২০২৩ ১০:২৬
গাইবান্ধায় ককটেল-পেট্রোল বোমা উদ্ধার
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

গাইবান্ধায় ৮টি ককটেল, ৬ টি পেট্রোল বোমা ও বেশ কিছু বাঁশের লাঠিসহ ভাঙ্গা ইটের টুকরো উদ্ধার করেছে ‍পুলিশ।

 

বুধবার ( ১ নভেম্বর ) দিনগত রাত ১১ টার দিকে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের খবিরিয়া আলিম মাদ্রাসার মাঠ থেকে এগুলো উদ্ধার করা হয়।

 

নাশকতার উদ্দেশ্যে এসব মজুদ করা হয়েছিলো বলে ধারণা করছে পুলিশ।

 

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজব আলী বলেন, কিছু বিস্ফোরক জাতীয় দ্রব্য দেখতে পেয়ে খবর দিলে পুলিশ গিয়ে ৮ টি ককটেল, ৬টি পেট্রোল বোমা ও বেশ কিছু লাঠি ও ভাঙ্গা ইটের টুকরো উদ্ধার করে। ধারণা করা হচ্ছে নাশকতার উদ্দেশ্যে বিস্ফোরক দ্রব্যগুলো মাদ্রাসার মাঠে রেখে গেছে দুর্বৃত্তরা। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

 

ভোরের আকাশ/আসা