বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ারকে গভীর রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় গুলশানের একটি বাসা থেকে আমির খসরেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরআগে পুলিশ তার বাসা ঘিরে ফেলে। গ্রেপ্তারের পর তাকে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। তবে তাকে কোনো মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা নিশ্চিত না। ২৮ অক্টোবর মহাসমাবেশে সহিংসতা এবং প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় আমীর খসরুকে আসামী করা হয়েছে।
বিএনপির দাবি, রাত ৩ টায় বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ারকে গ্রেপ্তার করা হয় রাজধানীর মোহাম্মদপুর থেকে। কিন্তু পুলিশ এখনো তা স্বীকার করে নি।
গোয়েন্দা পুলিশ কর্তৃক গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
ভোরের আকাশ/আসা