logo
আপডেট : ৪ নভেম্বর, ২০২৩ ২০:৩৭
রাজাধানীতে ৩ বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক

রাজাধানীতে ৩ বাসে আগুন

রাজধানীতে তিনটি বাসে আগুন দিয়েছে দুবৃত্তরা।

 

শনিবার শন্ধ্যার পর রাজধানীর নিউমার্কেটের সামনে, এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সিটি সেন্টারের সামনে এবং সায়েদাবাদ ফ্লাইওভারের নিচে এঘটনা ঘটে।

 

আগুনের খবর পেয়ে প্রতিটি স্পটে ফায়ার সার্ভিসের দুটি করে ইউনিপ পৌছে আগুন নেভায়। ততক্ষণে বাসের বেশির ভাগ অংশই পুড়ে যায়। তবে হতাহতে কোনো খবর পাওয়া যায়নি।

 

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিউমার্কেট গাউছিয়া মার্কেটের সামনে, ঠিক ৫ মিনিটের ব্যবধানে এলিফ্যান্ট রোড, মাল্টিপ্ল্যান সিটি সেন্টারের সামনে গ্রিন ইউনিভার্সিটির একটি বাসে এবং ৭টা ৫৫ মিনিটের দিকে সায়েদাবাদ জনপথ মোড় ফ্লাইওভারের নিচে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।

 

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নিউ মার্কেটের সামনে আগুন লাগার সময় বাসে যাত্রী ছিল। 

 

ভোরের আকাশ/আসা