গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী একটি বাসে উঠে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার ভোর ৪ টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভায়।
স্থানীয়রা জানান, বিএনপির ডাকা অবরোধে জামাত ও বিএনপি এই নাশকতা করেছে বলে ধারণা করা হচ্ছে। গত সংসদ নির্বাচনের আগে কালিয়াকৈরে গরু বোঝাই ট্রাকে আগুন দিয়েছিলো জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা। গাজীপুর চৌরাস্তা কালিয়াকৈরে বিএনপির দেওয়া আগুনে ট্রাকে ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গিয়েছিল শিশু মনির হোসেন।
বাসের চালক হাবিবুর রহমান বলেন, কেপি পরিবহনের একটি বাস দিয়ে প্রতিদিন ভোরে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থেকে শ্রমিক নিয়ে কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকার একটি কারখানায় যান তিনি। প্রতিদিনের মতো সোমবার ভোরে কোনাবাড়ীর দিকে যাচ্ছিলেন। এ সময়ে ৩ থেকে ৫ জন যুবক দৌড়ে বাসে ওঠেন। এরপর তারা গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান।
কালিয়াকৈরে ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. রায়হান বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। তবে আগুন নেভানোর আগেই গাড়ির ভেতরের এবং সামনের বেশির ভাগ অংশ পুড়ে যায়।
কালিয়াকৈরে থানার ওসি আকবর আলী খান বলেন, সোমবার ভোরে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়েছে। তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ভোরের আকাশ/নি